Institutional Quality Assurance Cell (IQAC)

2nd meeting of the committee formed for assessing program-level accreditation - 13.02.2024

গত ১৩.০২.২০২৪ খ্রি.তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনার জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা কমিটির সভাপতি ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: রেজাউল করিম-এর সভাপতিত্বে আইকিউএসি অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: সারওয়ার জাহান ও সদস্য সচিব আইকিউএস ‘র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার উপস্থিত ছিলেন।

সভা চলাকালীন, এক পর্যায়ে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার কমিটির আহবানে যোগ দেন।  অতঃপর, কথোপকথনের মধ্যে দিয়ে অ্যাক্রেডিটেশন প্রস্তুতির বিভিন্ন পর্যায় নিয়ে তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন

Notice Board