আইকিউএসি অফিসে Engineering Education এর বিভিন্ন Program-এর অ্যাক্রেডিটেশন সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত
-----------------------------------------------
সম্প্রতি Board of Accreditation for Engineering & Technical Education (BAETE) এর আমন্ত্রণে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে Hands on Orientation for New Program Evaluator শীর্ষক একটি প্রোগ্রামে যোগ দিয়েছিলেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক সেহরীশ খান ও সিএসই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জনাব শেখ আলমগীর হোসেন।
১৩ ও ১৪ এপ্রিল, ২০২২ খ্রি. তারিখ অনুষ্ঠিত দুদিনের এই নিবিড় শিক্ষামূলক প্রোগ্রামটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইসিই ডিসিপ্লিনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Engineering Education এর বিভিন্ন Program-এর অ্যাক্রেডিটেশন পেতে আমাদের ডিসিপ্লিনসমূহকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে বিভিন্ন প্রোগ্রাম অফারিং এনটিটিসমূহ Washington Accord দ্বারা আক্রেডিটেড হতে পারে সেসব বিষয়ে উপর্যুক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিস্তারিত আলোচনা হয়েছিল।
প্রোগ্রাম হতে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও দিক কিভাবে ডিসিপ্লিনসমূহের মধ্যে শেয়ার করা যায় তার উপায় নিয়ে অংশগ্রহনকারী শিক্ষকবৃন্দ আইকিউএসি অফিসে বসে আজ বিকাল ৩টায় বিস্তারিত এক আলোচনা সভায় মিলিত হন।
প্রাথমিকভাবে সিএসই ও ইসিই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দের সাথে তাঁদের সুবিধাজনক সময়ে তাঁরা সম্মিলিতভাবে এ বিষয়টা ভাগাভাগি করবেন। সভায় দিনব্যাপি একটি ওয়ার্কশপের কনটেন্ট প্রস্তুত, সেশন পরিচালনা, বাজেট, ওয়ার্কশপ ভেন্যু, দিনখন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।