#আধুনিক সুবিধাসম্বলিত খুবির আইকিউএসির প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আধুনিক সুবিধাসম্বলিত প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে দ্বিতীয় তলায় নামফলক উন্মোচন ও ফিতা কেটে এ প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি কক্ষটি ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের জন্য উপযোগী করে ইন্টেরিয়র ডেকোরেশনসহ সৃষ্ট সুবিধাদি দেখে সন্তোষ প্রকাশ করেন। এখন থেকে এই প্রশিক্ষণ কক্ষে বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে প্রশিক্ষণের আয়োজন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এর মাধ্যমে আইকিউএসির প্রশিক্ষণ আয়োজনের সক্ষমতা বাড়বে বলেও উল্লেখ করেন। এই প্রশিক্ষণ কক্ষটি তৈরিতে ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। আরও কিছু কাজ শেষ হলে প্রশিক্ষণ কক্ষটির পূর্ণাঙ্গতা পাবে। এই কক্ষে ৪০ জন প্রশিক্ষণার্থীর সুবিধা উপযোগী রয়েছে।
পরে
দুপুর ২টায় আইকিউএসির নতুন উদ্বোধনকৃত প্রশিক্ষণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম টার্মের
কোর্স শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘কোর্স আউটলাইন’ এবং ‘কোর্স ফাইল’ আন্ডার
ওবিই ফ্রেমওয়ার্ক শীর্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। প্রশিক্ষণের প্রথম
দিনে ডিভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের কোর্স শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।