Institutional Quality Assurance Cell (IQAC)


খুবির বিজিই ও ফার্মেসী ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
#ওবিই কারিকুলা প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা সূচিত হয়েছে : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) এবং ফার্মেসী ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০.৪৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে। সেলক্ষ্য পূরণে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল স্টান্ডার্ড ক্রাইটেরিয়া এবং ওবিই কারিকুলার মতো সময়োপযোগী পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যার ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়েও ওবিই কারিকুলা বাস্তবায়ন হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং আমরা সেই চ্যালেঞ্জ উত্তরণের দ্বারপ্রান্তে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় সব ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রায় সম্পন্নের পথে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়কে কোয়ালিটি অ্যাসুরেন্স করতে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করছেন।
তিনি আরও বলেন, ওবিই কারিকুলা প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা সূচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই কারিকুলাও পরিবর্তন হবে। যুগের সাথে তাল মিলিয়ে কারিকুলার পরিবর্ধন-পরিমার্জন হবে। তিনি বলেন, শুধু কারিকুলা পরিবর্তন হলেই চলবে না, শিক্ষার্থীদের থিওরি ক্লাসের পাশাপাশি সেশনাল ক্লাসও যথাযথভাবে আয়োজন করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তা যথাযথভাবে ব্যবহারেরও তাগিদ দেন উপাচার্য।
উপাচার্য বলেন, অ্যাক্রিডিটেশন অর্জনের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি যাচাই করার জন্য ২০২৩ সালের প্রথম দিক থেকে আন্তঃডিসিপ্লিন পর্যায়ে র‌্যাংকিং প্রথা চালু হবে। আগামী ২০২৪ সালে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে ডিসিপ্লিনগুলো অ্যাক্রিডিটেশন লাভের জন্য আবেদন সাবমিট করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) এবং ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং অন্যতম একটি সুন্দর ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষক ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও বিজিই ডিসিপ্লিনের প্রভাষক মো. শামীম গাজী।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক প্রফেসর মাসুম শাহরিয়ার এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।


Notice Board