Institutional Quality Assurance Cell (IQAC)


খুবির সিএসই ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
#আগামী দুই বছরের মধ্যে একাডেমিক ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পূরণের চেষ্টা করা হবে : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ২৯ আগস্ট (সোমবার) বিকাল ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে ওবিই কারিকুলা প্রণয়নের মতো যে বিরাট কর্মযজ্ঞ মাত্র দু’মাস আগে শুরু হয়েছিলো, তা এখন শেষ পর্যায়ে। শিক্ষকবৃন্দ তাঁদের একাডেমিক টার্মের দায়িত্ব পালনের পাশাপাশি এই কারিকুলা প্রণয়নের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক। এ পর্যন্ত ২৩টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দু-একদিনের মধ্যে প্রায় সকল ডিসিপ্লিনের এই ওবিই কারিকুলা প্রণয়ন কাজ শেষ হবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে একাডেমিক ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পূরণের চেষ্টা করা হবে। আমাদের এখন তিনটি ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। তাহলো: সিনেট অধিবেশন নিয়মিত করা, সার্ভিস রুল ও কোড অব কন্ডাক্ট প্রণয়ন। এ বিষয়েও কাজ শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে সিনেট অধিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি সিএসই ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুন্নুজাহান আরা ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আনিসুর রহমান। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।


Notice Board