#খুবির রসায়ন ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে রসায়ন ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আজ ১৭ আগস্ট (বুধবার) বেলা ২টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, রসায়ন এমন একটি বিষয়, যেখানে হাতে-কলমে কাজ বেশি। সেজন্য সেশনালে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারে, ল্যাবে কেমিক্যাল নিয়ে যথাযথ কাজ করে যোগ্যতা অর্জন করতে পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি প্রণীত কারিকুলা সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন এবং কয়েকটি স্থানে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। এই ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করতে ডিসিপ্লিনের শিক্ষকরা যে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, কষ্ট করেছেন তার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রেজাউল হক।
স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রুম্পা কুণ্ডু।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম নজরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক উপস্থিত ছিলেন।