Institutional Quality Assurance Cell (IQAC)

খুবির ড্রইং এন্ড পেইন্টিং এবং ভাস্কর্য ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
#আমাদের শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য অন্তর্ভুক্ত করেই কারিকুলা বিশ্বমানের করতে হবে : উপাচার্য
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ড্রইং এন্ড পেইন্টিং এবং ভাস্কর্য ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, সময়ের সাথে সব কিছুরই বিবর্তন ঘটে। বৈশ্বিক পরিবর্তীত পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন ঘটছে। নতুন নতুন ভাবনা যুক্ত হচ্ছে। তবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক বৈচিত্র্য ধারণ করবো ঠিকই কিন্তু তা আমাদের নিজস্ব শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিলীন করে নয়। তা অন্তর্ভুক্ত করেই কারিকুলা প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য দেশের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ওবিই কারিকুলা প্রণয়নে অগ্রণী অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রিসার্চ স্ট্র্যাটেজি প্ল্যান অনুমোদন করা হয়েছে। রিসার্চ এডভাইজরি কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে গবেষণা কার্যক্রমকে জোরদারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপাচার্য বলেন, ওবিই কারিকুলা প্রণয়ন করলেই চলবে না, তা যথাযথভাবে বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। সীমাবদ্ধতা সত্ত্বেও চারুকলা স্কুলের অধীন ৩টি ডিসিপ্লিনের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. ঢালী আল মামুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরামিক ও ভাস্কর্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার। সভাপতিত্ব করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক রকিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁইয়া।
এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।


Notice Board