খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন।
এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা আজ ২৩ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মান অর্জনে কারিকুলা আপডেট করতে হচ্ছে। অ্যাক্রিডিটেশন অর্জনের লক্ষ্যে গাইডলাইন অনুসরণ করে এগোতে হচ্ছে। এটা সম্পন্ন করতে পারলে আমাদের নানামুখী লাভ হবে। গ্রাজুয়েটরা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য গবেষণার ওপর জোর দিয়েছেন। ওবিই কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্ব দিচ্ছেন। তিনি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে ওবিই কারিকুলার কাজ চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য ডিসিপ্লিন প্রধানসহ সকলকে ধন্যবাদ জানান।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান। সভায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক উপস্থিত ছিলেন।