Institutional Quality Assurance Cell (IQAC)

খুবির ফউটে ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র

বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে প্রথম মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ সম্পন্ন করেছে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা আজ ০৬ জুন (সোমবার) বিকেল ৩টায় জীববিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
কারিকুলা’র বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উপাচার্য বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ডিসিপ্লিনের কোর্স কারিকুলা’র জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি ও মান অর্জন মূলত এর ওপরই নির্ভর করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়েও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্য সকল ডিসিপ্লিনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে আউটকাম বেজড এডুকেশন কারিকুলা তৈরির কাজ সম্পন্নের আহ্বান জানান। তিনি ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের এই কারিকুলা তৈরির সাথে সংশ্লিষ্ট শিক্ষক এবং বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আগামী বছর থেকে আমরা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি একই সাথে করতে চাই। যাতে করে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের মতো একই রকম একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা যায়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পাওয়ার পয়েন্টে কারিকুলার বিভিন্ন দিক উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. গোলাম রাক্কিবু। এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


Notice Board