গণিত ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালায় উপাচার্য
#খুবিতে ওবিই কারিকুলা প্রণয়নের মাধ্যমে একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষের নতুন অভিযাত্রা শুরু হয়েছে
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ৩১ আগস্ট (বুধবার) সকাল ১০টা ১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিএনকিউএফ এবং বিএসি’র গাইডলাইন অনুসরণ করে ওবিই কারিকুলা প্রণয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। শুরুতে আমরা ভেবেছিলাম এই বৃহত্তর পরিসরের কাজটি আদৌ আমরা শেষ করতে পারবো কি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের শিক্ষকদের অসাধারণ পরিশ্রম এবং আইকিউএসির তত্ত্বাবধানে সেই অসাধ্য কাজটি এখন শেষ হওয়ার পথে। এটা আমাদের জন্য আনন্দের। তিনি আরও বলেন, ওবিই কারিকুলা প্রণয়নের মাধ্যমে একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষের নতুন এক অভিযাত্রা শুরু হয়েছে। এই কারিকুলা প্রণয়নের কাজ শেষ করে আমাদেরকে তা যথাযথ বাস্তবায়নে দ্বিতীয় ধাপের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা যদি সেখানে সাফল্য অর্জন করতে পারি, তাহলে একাডেমিক ক্ষেত্রে আমরা দেশ-বিদেশে একটি অবস্থান করে নিতে সক্ষম হবো। তাই আমাদের যে অভিযাত্রা শুরু হয়েছে তা চলমান রাখতে হবে। তিনি গণিত ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ।
এসময় অপর বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিন প্রধান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।