খুবির মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
গতকাল ২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলায় মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানসহ উচ্চশিক্ষা ও গবেষণা এবং কারিগরি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। দক্ষ এবং অদক্ষ বিদেশগামী শ্রমিক, উচ্চশিক্ষা ও গবেষণায় বিদেশগামী শিক্ষক, শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা জানা খুবই জরুরি হয়ে পড়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাংগুয়েজ সেন্টার গত ২০ বছর ধরে এক্ষেত্রে বিভিন্ন ভাষার উপর সার্টিফিকেট কোর্স পরিচালনা করে আসছে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে হলে এর সব জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে। এজন্য আমরা মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের যে কোর্স রয়েছে সেটাও যুগোপযোগী করার জন্য ওবিই কারিকুলার আওতাভুক্ত করা হয়েছে। কোর্স কারিকুলা বিষয়ে উপাচার্য কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ দেন।
মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের সহকারী অধ্যাপক মোঃ হাসান ইমাম। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয়, সেন্টারের বিভিন্ন কোর্সের ভাষা শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।