Institutional Quality Assurance Cell (IQAC)

খুবির ইউআরপি ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


#বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে হবে : উপাচার্য


খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ২৮ আগস্ট (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আউটকাম বেজড এডুকেশন কারিকুলা প্রণয়নের মূল উদ্দেশ্যে শিক্ষার্থীদের জ্ঞান লাভ যাতে পরিপূর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করবে তা দিয়ে যেনো তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। তিনি আরও বলেন, কারিকুলা বিশ্বমান হলেই চলবে না, তা যথাযথভাবে অনুসরণ করা, সেভাবে পাঠদান করা এবং শিক্ষার্থীরা ঠিকমতো তা অনুধাবন করতে পারছে কি না সেদিকেও নজর দিতে হবে। একজন শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তুলতে হবে সে যেনো লেখায়, বলায়, সিদ্ধান্ত গ্রহণে, নেতৃত্বদানে এবং গবেষণায় দক্ষতা দেখাতে পারে। তিনি ইউআরপি ডিসিপ্লিন প্রণীত ওবিই কারিকুলার প্রশংসা করে কয়েকটি দিকে পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান। তিনি ওবিই কারিকুলার সার্বিক দিক তুলে ধরেন। কর্মশালা সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. শফিক উর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তফা সরোয়ার এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা সশরীরে ও অনলাইনে উপস্থিত ছিলেন।


Notice Board