খুবির ড্রাইভার ও হেলপারদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
#যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ২৪ জুন (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও হেলপারদের ‘সেফ ড্রাইভিং এন্ড ওয়ার্ক ইথিকস্ ফর দ্য ড্রাইভার এন্ড হেলপার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। কর্মজীবী অবস্থায় শেখার মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। কোনো শিক্ষাই বৃথা যায় না। তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে উন্নীত করা সরকারের লক্ষ্য। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ হতে হবে।
উপচার্য বলেন, যানবাহন চালনার ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ ড্রাইভার হয়ে যদি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়; তাহলে তার আর নিরাপত্তা থাকে না। এজন্য সড়কে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেনে চতে হবে। ট্রাফিক আইনের বিভিন্ন রুল জেনে তার প্রতিফলন করতে হবে। সকলের সাথে সহানুভূতি বজায় রেখে ভালো আচরণ করতে হবে।
ড্রাইভার-হেলপারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন, তখন মনে রাখতে হবে আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেখে মানুষ আপনাদের সম্মান করে, আপনাদেরও উচিত তাদের সম্মান করা। যদি কেউ বেপরোয়াভাবে গাড়ি চালায়, তবে গোটা বিশ্ববিদ্যালয়ের বদনাম হবে। এজন্য ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে। উপাচার্য ড্রাইভার ও হেলপারদের এমন একটি প্রশিক্ষণের আয়োজন করায় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
পরে তিনি ‘ট্রেইটস্ অফ এ স্টাফ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। সেশনে তিনি কাজে অনুপ্রেরণা, উদ্দীপনা, সততা, আন্তরিকতা, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, হতাশা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। তিনি এমন একটি মহতী উদ্যোগ নিয়ে ড্রাইভার-হেলপারদের প্রশিক্ষণের আয়োজন করায় উপাচার্য, আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের পরিবহন পুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মো. আবু সাঈদ, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তাজুল ইসলাম, খুলনা বিআরটিএ’র অতিরিক্ত পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার-হেলপারসহ ৫১ জন অংশগ্রহণ করেন।