Training on 'Sports Culture and Practice at Khulna University' - 18 January, 2024
#খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘স্পোর্টস কালচার এন্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্পোর্টস কালচার এন্ড প্র্যাকটিস’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আনিসুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসিম রেজা, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মো. সানাউল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও জগদীশ চন্দ্র জোয়ারদার এবং বিকেএসপি খুলনার উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে প্রতি ডিসিপ্লিনের একজন শিক্ষক প্রতিনিধি এবং ম্যানেজার/ক্যাপ্টেন পর্যায়ের ৫ জন করে মোট ১৪৫ জন মনোনীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে একই অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক, খোলোয়াড় প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।