Institutional Quality Assurance Cell (IQAC)


#খুবিতে ‘ডাটা এ্যানালাইসিস ইউজিং আর’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ডাটা এ্যানালাইসিস ইউজিং আর’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ২৯ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমাদের দৈনন্দিন গবেষণা কাজে অনেক সফটওয়্যার ব্যবহার করা হয়। এক্ষেত্রে লাইসেন্স করা সফটওয়্যার ব্যবহার করা উচিত। এসব সফটওয়্যারের লাইসেন্স নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ডাটা এ্যানালাইসিস করতে বেসিকটা আমাদের আগে জানতে হবে। ডাটা অনুযায়ী আমরা রেজাল্ট পাচ্ছি কিনা সেটা মূল বিষয়। স্ট্যাটিক্যাল এ্যানালাইসিস বা গুণগত গবেষণা করতে বিভিন্ন গবেষণা টুলস প্রয়োজন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিমুহূর্তে শিখতে চান। সিনিয়র অনেক শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন, এটা একটা ইতিবাচক দিক ও আনন্দের বিষয়। তবে একদিনে সব শেখা যায় না, এখান থেকে ধারণা নিয়ে নিজেরা প্রাকটিসের মাধ্যমে এসব বিষয় সম্পর্কে আরও জানতে বা শিখতে পারবেন। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নবিউল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশনগুলো পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নবিউল ইসলাম খান এবং একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।


Notice Board