#খুবিতে নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ড্রাইভ ফর এ বেটার সেফটি এন্ড সিকিউরিটি সিস্টেম’ শীর্ষক নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ আজ ০৯ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি হচ্ছে সামগ্রিক বিষয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই কোয়ালিটি মেইনটেনের সাথে যুক্ত। নিরাপত্তাকর্মীদের কাজের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে চোখ। আমরা তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোথায় কি হচ্ছে জানতে পারি। আপনাদের উচিত বিবেকবান মানুষ হিসেবে সব বিষয়ে খোঁজ রাখা এবং বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা।
তিনি আরও বলেন, সময়ের সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। আমাদেরও সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। বয়সের সাথে পুঁথিগত শিক্ষার সমাপ্তি ঘটলেও আমরা প্রতিনিয়ত শিখছি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি হচ্ছে। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘ট্রেইটস্ অব এ সিকিউরিটি গার্ড’ শীর্ষক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে অন্যান্য সেশন পরিচালনা করেন খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) আব্দুল কাদের বেগ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এবং বেসরকারি সিকিউরিটি সার্ভিস জিফোর এস এর সিনিয়র ম্যানেজার ও খুলনা শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক, নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তাকর্মীসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন।