Training on ‘IELTS Preparation’ - 27.03.2023
খুলনা বিশ্ববিদ্যালয়ে IELTS প্রিপারেশন বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) প্রিপারেশন বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ২৭ মার্চ (সোমবার) শুরু হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এ বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং ৫টায় শেষ হয়। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্তই শিক্ষকদের পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা আজ দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সাথে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে। তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।
উপাচার্য বাংলাদেশের একাডেমিক ক্ষেত্রে উন্নয়ন, পরিকল্পনা ও পরিবর্তনের জন্য আইইএলটিএসকে দোরগোড়ায় নিয়ে আসায় ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান। একই সাথে ব্রিটিশ কাউন্সিলের সাথে যৌথ ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের উদ্যোগ নেওয়ায় ইউজিসিকেও আন্তরিক ধন্যবাদ জানান।
উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেভেলপমেন্টে সহযোগিতার জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত এক থেকে দেড় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক এক্সিলেন্স এ পৌঁছেছে। আশাকরি সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষমত হবে। উপাচার্য এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সূত্র: Khulna University