Institutional Quality Assurance Cell (IQAC)

Training on ‘OBE Implementation Challenges and Way Forward’ - 20 May, 2024


#খুবিতে ওবিই ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওবিই ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ২০ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ সবক্ষেত্রে দৃশ্যমান। এই অগ্রগতি ধরে রাখতে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বিদ্যমান অনেক ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। এর মধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার উন্নয়ন, প্রোগ্রামগুলোর মান বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশন অর্জন, ক্লাস ও পরীক্ষা গ্রহণে একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। যার কারণে ইউজিসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করা হচ্ছে। এখন ওবিই কারিকুলায় কিভাবে আমাদের কোর্স কারিকুলাগুলো সাজাতে হবে তা বুঝতে হবে। নতুন একটি টার্ম শেষ করলে আমরা বুঝতে পারি আমাদের কারিকুলায় সমস্যাগুলো কোথায়। আজকের এই প্রশিক্ষণ থেকে এগুলো দূর হবে বলে আমি আশাবাদী।
আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রফেসর ড. এ.বি.এম রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রফেসর ড. এ.বি.এম. রহমত উল্লাহ এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এ প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন এবং খুবি অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের ১ জন করে মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।


Notice Board