Institutional Quality Assurance Cell (IQAC)


খুবিতে রিসার্চ ডিজাইন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
#মানবসভ্যতার উপর প্রভাব ফেলে এমন বিষয় নিয়ে গবেষণা করা উচিত : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রিসার্চ ডিজাইন বিষয়ে শিক্ষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ০৮ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান বিতরণ ও সৃজন করা। এক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে এবং এ ব্যাপারে শিক্ষকদের অবদান অনেক বেশি। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান আরও শাণিত হবে। তারা জ্ঞান সৃজনের পথে এগিয়ে যাবেন। তিনি আরও বলেন, একটা সময় রিসার্চ আর্টিকেল এবং গবেষণা প্রকল্প নির্বাচন সহজ ছিলো। এখন তা দিনদিন কঠিন হচ্ছে। যে প্রকল্প একবার বাদ পড়ে, তা আর গ্রহণ করা হয় না। এজন্য গবেষণার বিষয়বস্তু এমনও হওয়া উচিত যা আধুনিক বিশ্বে গ্রহণযোগ্য এবং মানবসভ্যতার উপর প্রভাব ফেলে।
উপাচার্য বলেন, বিগত সময়ের তুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা প্রকল্প ও গবেষণা নিবন্ধের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই গবেষণা নিবন্ধগুলো এখন আমাদের হাই ইমপ্যাক্ট ফেক্টর জার্নালে প্রকাশে গুরুত্ব দিতে হবে। গবেষণার জন্য নতুন নতুন বিষয় নির্বাচন করতে হবে। তিনি বলেন, এখন মাল্টিডিসিপ্লিনারি গবেষণায় গুরুত্ব বেশি।
উপাচার্য গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অরুণ কান্তি বোস, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ.এফ.এম হাসানুজ্জামান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।
পরে বিকেলে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।


Notice Board