Training on ‘Scientific Research, Data Analysis and Decision Making’ - 22-27 July, 2023
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসিতে বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হলো আজ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন “খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ” প্রকল্পের আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন” শীর্ষক প্রশিক্ষণ শেষ হলো আজ। নিরবচ্ছিন্নভাবে এ প্রশিক্ষণ গত ২২ জুলাই, ২০২৩ খ্রি. তারিখ হতে শুরু হয়ে টানা ০৬ (ছয়) দিন পর্যন্ত চলল। খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে অবস্থিত আইকিউএসি’র নিজস্ব প্রশিক্ষণ কক্ষে আজ বিকাল ৩:৩০ টায় এ প্রশিক্ষণের সমাপনি ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।
খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) জনাব আবু সায়েদ মো: মনজুর আলম পিএএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: মতিউল ইসলাম ও ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: জাকির হোসেন।
প্রশিক্ষণার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন আগামীতে এই প্রশিক্ষণ তাঁদের দৈনন্দিন অফিশিয়াল কাজকে অনেক বেশী সুন্দর করবে। রিসার্চের দার্শনীক দিক, ব্যবহারিক দিক ও নান্দনিক দিক সম্পর্কে যে জ্ঞানগর্ভ পাঠ তারা প্রশিক্ষণ হতে পেয়েছেন তা তাদের সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে।
প্রধান অতিথী তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে আইকিউএসি এ ধরণের আরও প্রোগ্রাম অনুষ্ঠানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, যাতে অ্যাকাডেমিয়া ও অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনন্য উচ্চতায় উন্নিত হতে পারে। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড হতে কাঙ্খিত ফল লাভ সম্ভব নয়।
ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: জাকির হোসেন প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ দিয়ে জানান ১৭ টি ব্যাকগ্রাউন্ডের প্রশিক্ষণার্থী ছিল এই প্রশিক্ষণে, যারা আমাদেরকেও বিভিন্ন বিষয়ে কৌতুহলী হতে সাহায্য করেছেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: মতিউল ইসলাম তার ব্যক্তিগত কর্ম জীবনের উষালগ্নের কথা স্মরণ করে বলেন, আমি আপনাদের অনুভূতি ব্যক্ত করা দেখে নিজের জীবনের শুরুটা স্মরণ করতে পারছি। এই সব প্রশিক্ষণ তখন কতটা ও কীভাবে সাহায্য করেছিল তা স্মরণ করলেই গভীর কৃতজ্ঞতাপাশে আবদ্ধ হই ও আয়োজক দের ধন্যবাদ দিই। আশা করি আপনারা এখান থেকে অর্জিত জ্ঞানকে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে সক্ষম হবেন।
প্রকল্প পরিচালক তাঁর সভাপতির বক্তব্যে বলেন, আমি এ যাবৎ ৬৬ টি প্রশিক্ষণ আয়োজন করেছি। কিন্তু এই প্রথম একটি প্রশিক্ষণ আয়োজনে আমি সম্পূর্ণ ভারমুক্ত ছিলাম। তিনি তাঁকে সার্বিকভাবে ভারমুক্ত রাখা ও প্রশিক্ষণটির সার্বিক কোয়ালিটি যথেষ্ঠ সক্ষমতার সাথে দেখভাল করার জন্য আইকিউএসির অতিরিক্ত পরিচালকক, সহযোগী অধ্যাপক জনাব মো: মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানান। সেই সাথে সার্বিক প্রশিক্ষণটিকে শুরুতে গতিশীলতার সাথে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।