Institutional Quality Assurance Cell (IQAC)


খুলনা বিশ্ববিদ্যালয় e-GP বিষয়ে কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ অনুষ্ঠিত
আজ ২৭ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ই-জিপি বিষয়ে কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ভার্চ্যুয়ালি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তার অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারিভাবে দেশের সকল সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই একটি অংশ হলো ই-জিপি। খুলনা বিশ্ববিদ্যালয়েও এই ই-জিপি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, সাধারণ টেন্ডার প্রক্রিয়ায় নানা ধরনের সমস্যা ছিলো। সময়ের সাথে আজ প্রযুক্তির কল্যাণে ই-জিপি এসেছে। এই ধরনের নতুন প্রযুক্তির সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতার উন্নয়ন করতে হবে। তিনি বলেন, ই-জিপি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রীয় অনেক অংশে সাশ্রয় হবে। উপাচার্য এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ইঞ্জি. মো. শহিদুল হক পলাশ। অর্ধদিবসব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, প্রকৌশল বিভাগ এবং অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সূত্র: Khulna University