Institutional Quality Assurance Cell (IQAC)

আইকিউএসি আয়োজিত ওয়েবিনারে উপাচার্য

#খুবিতে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণে নতুন পদ্ধতি সময় বাঁচাবে ও ভোগান্তি কমাবে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) ‘প্রিপেয়ারিং রেজাল্ট থ্রু ইউটিলাইজিং কেইউ ইউটিলিটি সিস্টেম’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এ ওয়েবিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের ক্ষেত্রে অটোমেশনের সফটওয়্যারে অন্তর্ভুক্ত নতুন পদ্ধতি শিক্ষক ও শিক্ষার্থীদের সময় বাঁচাবে ও দুর্ভোগ লাঘব করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তা কার্যকর ভূমিকা রাখবে। তবে নতুন এই পদ্ধতি অবহিতকরণ ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত ওয়েবিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা সার্বিকভাবে প্রযুক্তি উৎকর্ষের মাধ্যমে বিশ্বমানের দিকে এগিয়ে নিতে চাচ্ছি। এজন্য সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হচ্ছে এবং যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি তার জন্য আমাদের ইতিবাচক মানসিকতা প্রয়োজন। নতুন কোনো প্রযুক্তির উদ্ভব বা প্রবর্তিত হলে তা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে কিছু সমস্যা আসতে পারে, কিন্তু তাতে অভ্যস্থ হলে উদ্ভূত সমস্যা নিরসন সম্ভব হয়।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি, রেজিস্ট্রেশন, ওয়েবসাইট আপগ্রেডেশনসহ আইসিটি সেল ইতোমধ্যে যে সকল উদ্যোগ বাস্তবায়ন করেছে তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ওয়েবিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। নতুন পদ্ধতি ব্যবহারের ফলে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের ক্ষেত্রে গুণগত পরিবর্তনও সাধিত হবে যা বিশ্ববিদ্যালয়কে পেপারলেস এবং ই-নথি প্রবর্তন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে নতুন একটি ধারার সাথে আমরা সংযুক্ত হবো। পেপারলেস হবে আমাদের রেজাল্ট প্রক্রিয়া। এটি সকলের জন্য একটি উপযোগী দিক বলে তিনি মন্তব্য বরেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারের উদ্বোধনপর্বে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
ওয়েবিনারে রিসোর্স পারসন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রভাষক মো. ফারহান সাদিক ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জিঃ রাহুল দেব মহালদার। পরীক্ষার ফলাফল প্রস্তুতের সাথে সংশ্লিষ্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৮টি ডিসিপ্লিন, আইইআর ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার হতে আনুমানিক ৩০০ জন শিক্ষক উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।


Notice Board