#খুবিতে টার্নিটিন সফটওয়্যার ব্যবহারের বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এবং টার্নিটিন ইন্ডিয়ার আয়োজনে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে আজ ২৪ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে ৪টায় টার্নিটিন সফটওয়্যার ব্যবহারের বিষয়ে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে এ ওয়েবিনারে ‘এনজয় টার্নিটিন ফিডব্যাক স্টুডিও: ইউজেস অ্যাওয়ারেন্স সেশন ফর কিউ৩- ২০২২’ শীর্ষক ওয়েবিনারে ভারতের বিশেষজ্ঞ বক্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্লাগারিজম বা কুম্ভীলকবৃত্তি রোধে এই সফটওয়্যার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে একজন করে শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে টার্নিটিন সফটওয়্যারের কার্যকর দিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ে এর কার্যকরীতা তুলে ধরে বলে বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণা নিশ্চিতে এই সফটওয়্যার সহায়ক ভূমিকা রাখে। টার্নিটিন ইন্ডিয়ার কর্তৃপক্ষ এই সফটওয়্যারের বিশেষ দিক নিয়ে অনলাইনে যে উপস্থাপনা করেছেন তা এ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষকদের প্রভূত উপকারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।