Workshop on ' Data Analysis using SPSS' - 18 March, 2024
#খুবিতে ডাটা এনালাইসিস ইউজিং এসপিএসএস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ডাটা এনালাইসিস ইউজিং এসপিএসএস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৮ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, যে কোন গবেষণার এনালাইসিসের জন্য এসপিএসএস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। যখন আমরা একটা স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস করবো, তার আগে এর প্রিন্সিপ্যাল কেন আমরা এটি করবো, ডেটা সেফটির ওপর কোন ধরনের এনালাইসিস প্রয়োজন, আমার অবজেকটিভস্ সেটি পূরণ করে কি না; এ বিষয়গুলো দেখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে এসপিএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।