Workshop on 'Preparedness for Program-level Accreditation' - 27-28 & 31 March and 01 April, 2024
#খুবিতে প্রোগ্রামে লেভেল অ্যাক্রেডিটেশন শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক প্রিপেয়ার্ডনেস ফর প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশন শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার সমাপনী আজ ০১ এপ্রিল (সোমবার) সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনস্থ আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার রিসোর্স পার্সন ও সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও সদস্য সচিব আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ২৭ মার্চ এই কর্মশালা শুরু হয়। পরবর্তীতে ২৮ ও ৩১ মার্চ এবং আজ ০১ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এর সভাপতি ও সদস্যবৃন্দ, ডিসিপ্লিন প্রধান ও ডিসিপ্লিন প্রধানের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অংশগ্রহণ করেন ও স্ব স্ব ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশন প্রস্তুতি কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন। পাশাপাশি প্রশ্নত্তোর পর্বে শিক্ষকবৃন্দ অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে ও সার্বিক প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্যে মূল্যবান মতামত ব্যক্ত করেন।