Workshop on ‘Green and Clean Campus’ - 13-14 May, 2024 - Day 2
#খুবিতে গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী ‘গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মশালার সমাপ্ত হয়েছে। আজ ১৪ মে (মঙ্গলবার) সকাল ৯.১৫ মিনিটে শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ব সকলের। আপনারা এ বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, সকলের সম্বলিত প্রয়াস ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর গতিশীল নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়কে গ্রিন-ক্লিন হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য তিনি আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন কর্মচারী অংশগ্রহণ করেন।