খুবির আইকিউএসির উদ্যোগে বিএনকিউএফ, অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ ১৫ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার দুপুর ২.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিএনকিউএফ (বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক) অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া শীর্ষক এক কর্মশালা আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে গুণগত মান অর্জন এবং বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী করতে সরকার নানামুখী যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উচ্চশিক্ষার মনোন্নয়নে বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গুণগতমান নিশ্চিতে এবং একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে আনতে যে ফ্রেমওয়ার্ক তৈরি করেছে তাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন দিকনির্দেশনা পাবে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই আইকিউএসি এবং সিইটিএল এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালার আয়োজন এবং সেলফ অ্যাসেসমেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে ধারণা রয়েছে। তবে এই ওয়ার্কশপের মাধ্যমে অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে গাইডলাইন বা একটি ফ্রেমওয়ার্ক দিয়েছে সে বিষয়ে অবহিত হওয়ার সুযোগ ঘটবে যা পরবর্তীতে কারিকুলা প্রণয়নসহ একাডেমিক ক্ষেত্রে কাজে আসবে। তিনি এই কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসিকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পরে টেকনিক্যাল সেশনে দু’টি পর্বে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানসহ ৮৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।