খুবিতে আইকিউএসির উদ্যোগে রোডম্যাপ টু স্টাডিং অ্যাবরোড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ ১৯ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখ দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে স্মার্ট ক্লাস রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে রোডম্যাপ টু স্টাডিং অ্যাবরোড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশীপ প্রাপ্তি থেকে শুরু করে অনেক বিষয়ে ভালোভাবে জানার আছে। এ ব্যাপারে জানা থাকলে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমণে সুবিধা হবে। তিনি আইকিউএসির উদ্যোগে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।